আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৭ নং ওয়ার্ডের মাদারটেক এলাকায় মাদারটে উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন আমরা চাই যুব সমাজের মধ্যে মাদকের ছড়াছড়ি যেন না হয় এবং যুবসমাজ মাদক থেকে বিরত থাকুক। এ সমাজটাকে সুন্দর করে গড়তে হলে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে সে ক্ষেত্রে খেলাধুলা চলমান থাকলে যুবসমাজ ভালো পরিবেশে গড়ে উঠবে। তারা লেখাপড়া করবে চাকরি করবে ব্যবসা-বাণিজ্য করবে এবং সমাজটাকে সুন্দর পরিপাটি করে গড়ে তুলবে। তিনি আরো বলেন ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্রদায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি । তারি ধারাবাহিকতায় আগামীতে অবশ্যই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে আমিও আশা করছি আগামীতে আমি মনোনয়ন পাব আপনাদের দোয়া কামনা করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আব্দুস সোবাহান, আরো উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন রানা মেম্বার পাথারিয়া ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড, মাদারটেক ক্রীড়া ও কৃষ্টি সংসদের আহ্বায়ক আরিফুল ইসলাম আলিফ, সদস্য সচিব জাফর হোসেন, ও বিএনপি'র সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় হাজারো দর্শকদের মাঝে খেলার টানটান উত্তেজনা বিরাজমান অবস্থায় ঘুঘু দিয়া যুবসংঘ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের দল গোল করতে সক্ষম হয়। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে এ ,জে , ফুটবল একাডেমী , রানা মেম্বারের দল। খেলার ৭৩ মিনিটের মাথায় গিয়ে ব্যবধান দ্বিগুণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের দল খেলার ফলাফল দাঁড়ায় ২-০ তে। খেলার নির্ধারিত সময়ের মধ্যে রানা মেম্বারের দল কাঙ্ক্ষিত গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ে কাঙ্খিত গোলের দেখা পান। খেলার ফলাফল দাঁড়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের দল ০২ আনোয়ার হোসেন রানা মেম্বারের দল ০১ খেলাটি এ ফলাফলে সমাপ্ত হয়। খেলা উপভোগ করে হাজার হাজার দর্শক এলাকাবাসীর দাবি এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক।