নিউজ ২১ বাংলা টিভির নিউজরুম এডিটর রিসাদের বাবা দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নিউজ ২১ বাংলা টেলিভিশনের পরিচালক ও নিউজরুম এডিটর রিসাদের বাবা দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৯টা ৩০মিনিটে নারায়ণগঞ্জের সাইনবোর্ড প্রো একটিভ মেডিক্যাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নিউজ ২১ বাংলা টেলিভিশনের পরিবার ও সাংবাদিক মহল তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।