বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৯ আগষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সড়কে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল চালকদের হেলমেট না পরা, লাইসেন্সবিহীন গাড়ি চালনো, অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন অনিয়মের কারণে সতর্ক করা হয়। এছাড়াও সড়কে যানজট নিরসনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেন ইউএনও। এই আলোচনায় সড়কে যানজট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। ইউএনও জানান,সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মোটরসাইকেল চালকদের আইন মেনে চলার আহ্বান জানান এবং ইজিবাইক ইজিভ্যান চালক সহ যাত্রীদেরও সচেতন হতে বলেন।অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অসংখ্য চালককে সতর্ক করা হয়।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান তারা বলেন, এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনা কমবে।চালকদের কাছে জানতে চাইলে তারা ভুল স্বীকার করে বলেন,হেলমেট বিহীন অবৈধভাবে গাড়ি চালাবেন না।
পরে সরকারের পক্ষ থেকে দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ইউএনও।খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান সময়ে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় সহায়ক হবে।