মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী জাগরণ পরিষদ-চট্টগ্রাম’র উদ্যেগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিকাল ৫ টায় নগরীর মোমিন রোড কদম মোবারক বাই লেইন তারাবানু ভবনের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। চট্টগ্রামের বিশেষ কাজে অবদান রাখায় নারীদের সনদ আর মেডেল দিয়ে সন্মাননা দেওয়া হয় এই অনুষ্ঠানে। জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য উপন্যাস আর শিশুসাহিত্যে সম্মাননা দেওয়া হয় জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক শাম্মী তুলতুলকে। শাম্মী তুলতুল শিশুসাহিত্যে এসময়ের পরিচিত নাম। সম্মাননা নিয়ে তুলতুল বলেন, দিনের পর দিন আমার কাজের মূল্যায়ন আমার শহর থেকে পাচ্ছি তা অত্যন্ত গর্বের। প্রতিনিয়ত আশ্চর্য হচ্ছি! আমার শহরের কাছে যখন আমি একজন গর্বিত কন্যা হয়ে দাঁড়াই তখন আমার অশ্রু ঝড়ে। তুলতুল তার এই সম্মাননাটি নিপীড়িত এবং ইসলামিক রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা মেয়েদের উৎসর্গ করেন। পরলোকগত মাকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমার মা বেঁচে থাকলে দেখতেন উনার পড়ালেখায় ফাঁকিবাজ মেয়েটি আজ কতদূর এগিয়েছে। ‘নারী তুমি বিশ্ব মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনা’ আয়োজনের সভাপতি লেখক, সংগঠক দিদার আশরাফী তুলতুলের সফলতা কামনা করে বলেন, আমরা চেষ্টা করি প্রতিটি নারীকে তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে। তারা না এগোলে দেশ এগোবে না। আমাদের দেশে নারী অনেক এগিয়ে গেছে তার কাজ দিয়ে। তার মধ্যে লিখালিখিতে পুরো বাংলাদেশে-ভারতে এগিয়ে যাওয়া তুলতুল অনন্য। এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিক প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী।