গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে যশোর কোতয়ালী মডেল থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা শাখাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসিম রেজা নাসির, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আমের আলী, আমিরুল ইসলাম, ফুলতলা প্রতিদিনের ওবায়দুল্লাহ, সহঃ সম্পাদক ও দৈনিক জবাবদিহির মনিরামপুর প্রতিনিধি জাহিদ হোসেন, প্রজন্ম একাত্তরের শাহাজাহান শাকিল, বাঘারপাড়া শাখার সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইমাম হোসেন, লোকসমাচার ডটকমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক এস এন মোস্তাইন, সোনালী খবরের নিজস্ব প্রতিবেদক খন্দকার জালাল উদ্দিন, সাপ্তাহিক স্মৃতির ভিটাবল্যার প্রতিনিধি গোলাম রসুল, এসবি নিউজ পোর্টালের এম এন আশরাফ শুভ, দৈনিক বর্তমান কথার আতিকুজ্জামান মানিক, ফুলতলা প্রতিদিনের নুরুজ্জামান আসাদ, মেহেদী হাসান ফারুক, প্রতিদিনের কণ্ঠের ইকরামুল হক ও লোকসমাচার ডটকমের সুজন বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুন্যালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এ ধরনের নৃশংসতার শিকার না হন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু সাংবাদিকতা চরম সংকটে পড়বে। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।