আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ আজ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রত্নপুর গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুলের স্ত্রী মাদক ব্যবসায়ী লিজা বেগমকে(৩০) নকুল বৌরাগীর ছেলে নিরব বৌরাগীকে ও গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলামের নির্দেশনায় আগৈলঝাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন ও ওমর ফারুকের অভিযানে মাদক ব্যবসায় লিজা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এলাকাবাসীর দাবি লিজা বেগম ও তার স্বামী আসাদুল দুজনেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত তারা দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছে।