স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত পহেলা সেপ্টেম্বর দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিদের সাথে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন দুপুরে অভিযোগকারীর সহোদরা লাকী বেগমের বাড়ির উঠান থেকে একটি চেয়ার নিয়ে যায় বিবাদী। চেয়ার ফেরত চাইতে গেলে প্রথমে গালিগালাজ এবং পরবর্তীতে অতর্কিত হামলার শিকার হন তিনি।
অভিযোগে বলা হয়, এক পর্যায়ে ৪নং আসামির নির্দেশে ১নং আসামি ঘর থেকে ধারালো হাসুয়া এনে লাকী বেগমের মাথায় আঘাত করে গুরুতর হাড়কাটা জখম করেন। এ সময় তাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটানো হয়। আসামিরা লাকী বেগমকে হাটু পানির জমিতে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ আছে।
চিৎকার শুনে বাড়ির সদস্যরা উদ্ধার করতে এগিয়ে এলে তাদের ওপরও লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারীরা আরও জানান, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় আসামিরা নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে থানায় ওসি বুলবুল ইসলাম জানান, এজাহার পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।