(দৈনিক নিউজ ৭১)
সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামে তিন মাদক ব্যবসায়ী ৭০০ পিস ইয়াবা ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গতকাল শনিবার আনুমানিক রাত ৯ ঘটিকার সময় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে স্থানীয় জনগণের সহায়তায় মাদক ব্যবসায়ী পিযুষ হাওলাদারের বসতবাড়িতে অভিযান চালায়,অভিযানের একপর্যায়ে প্রথমে দুইজন মাদক ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় মাদক সম্রাট পিযুষ হাওলাদারকে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ। আসামিরা হলেন আস্কর গ্রামের মৃত খবির হাওলাদারের পুত্র মোঃ শাহাদাত হোসেন হাওলাদার (পিযুষ)৩৫, বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত মোঃ মজিদ বক্তিয়ারের ছেলে ফরিদ বক্তিয়ার(৪০) ও একই গ্রামের মোঃ সাইফুল বখতিয়ারের ছেলে মোঃ শাওন বক্তিয়ার(৩৩),স্থানীয় যুবসমাজের দাবি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার (পিযুষ) কে তারা আটক করার পরে সে পালিয়ে যায়। এসময় স্থানীয় জনগণ তাকে জোবারপাড় গ্রাম থেকে রাত ১০ ঘটিকার সময় আটক করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। মোঃ শাহাদাত হোসেন হাওলাদার পিযুষ এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । স্থানীয়দের দাবি সে মাদক সেবনের পাশাপাশি এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত, তার কাছ থেকে মাদক নিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম সাংবাদিকদের জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।