বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০৫ পুরিয়া হেরোইনসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) রাতে আটি ভূমি পল্লী আবাসন এলাকার প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
রোববার (০৩ আগস্ট) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
গ্রেপ্তার আরিফ মাহমুদ (৩৫) নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং সিরাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে রয়েছেন।
ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আরিফ মাহমুদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অপকর্ম প্রতিহত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (০৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আশা করি এ ধরনের অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।