সিদ্ধিরগঞ্জে শাহআলম মানিকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় র্যালীতে যোগদান
নারায়ণগঞ্জ থেকে সোহেল রানার :
ছাত্র জনতার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিজয় র্যালীর আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহআলম মানিকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই র্যালীতে অংশগ্রহণ করে।
এসময় নেতাকর্মীদের নিয়ে আদমজী সোনা মিয়া মার্কেট থেকে শ্লোগানে শ্লোগানে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এই বিজয় র্যালীতে যোগ দেয় শাহআলম মানিক ।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শাহ আলম মানিক বিশাল মিছিল নিয়ে ১০ তলা ভবনের সামনে এসে বিজয় র্যালীটি শেষ হয়। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিজয় র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূইয়া,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আল মামুন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, সহ সভাপতি সিফাতুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।