সাইফুল ইসলাম, রামগড়।
“গৌরব ঐতিহ্য সংগ্রাম – সাফল্যের”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দলীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়েও বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দিবসটি উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর)বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় লেক পাড়ের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
আনন্দ শোভাযাত্রায় এ-সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া,মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভুইঁয়া প্রমুখ।
এছাড়াও রামগড় উপজেলা যুবদল, শ্রমিক দল,মহিলা দল, জিয়া পরিষদ,মৎস্যজীবি দল, পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি সহ তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।